১ মিনিট আলো নিভিয়ে কালোরাতকে স্মরণ করলো জাতি
প্রকাশকালঃ ১০:৩৫ অপরাহ্ণ, ২৫ মার্চ, ২০১৮
ঢাকা, ২৫ মার্চ,বাংলাদেশ সময়.কম : আজ ২৫ মার্চ রাত। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। হানাদার বাহিনী মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
আজ সেই রাতকে আলো নিভিয়ে স্মরণ করলো জাতি। কালরাতে নিহতদের স্মরণে সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখা হয়। রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত সব ধরনের আলো নিভিয়ে গণহত্যার কথা স্মরণ করা হয়।
১৯৭১ সালের এই রাতে সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে।সূত্র-এবিএন