ভালুকায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
প্রকাশকালঃ ৪:৪৫ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ আক্কাছ আলী ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সকালে শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।এসময় তিনি বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।সরকার ১জানুয়ারী সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন,এখন প্রত্যক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।উন্নয়ন মানে আওয়ামীলীগ,উন্নয়ন মানে শেখ হাসিনা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান,শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য বৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন,ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী সপন,ও স্থানীয় নেতৃবৃন্দ।