বরগুনায় গ্রামীন ফোনের ৪জি সেবার উদ্ভোধন
প্রকাশকালঃ ১১:১৬ পূর্বাহ্ণ, ১৮ নভেম্বর, ২০১৮

এম আর অভি: বর্নাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় গ্রামীন ফোনের ৪ জি সেবার শুভ উদ্ভোধন করা হয়েছে। বেলা ১১ টায় টাউনহল নাহার টেলিকম গ্রামীন ফোন অফিস কার্যালয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো: আবির ও গ্রামীন ফোন কোম্পানির এসটিএম মাহিউল ইসলাম কেক কেটে ৪ জি সেবার উদ্ভোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রকিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি, এস আই মোতালেব, টিএসআই ওবায়দুর রহমান, এস আই সোহেল, বরগুনা গ্রামীন ফোনের এজেন্ট নাহার টেলিকম এর জি এম বিপ্লব মৃধা সহ রিটেলার ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধিরা । এর পূর্বে সকাল ১০ টায় অফিস কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউনহল নাহার টেলিকম গ্রামীন ফোন অফিস কার্যালয়ে এসে শেষ হয়।