ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
প্রকাশকালঃ ৫:০৬ অপরাহ্ণ, ৩০ অক্টোবর, ২০১৮

আল হেলাল চৌধুরী,(ফুলবাড়ী) দিনাজপুর থেকে-“দেশের অর্থনৈতিক খাতকে একধাপ এগিয়ে নিতে”দিনাজপুর পার্বতীপুরে এই প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং আমবাড়ি শাখার উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক রংপুর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন এ কে এম পেয়ার আহমাদ, দিনাজপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ শাহজাহান, এজেন্ট ও প্রোপইটর এসএম জাকারিয়া বাচ্চুসহ আরও অনেকে। বেলা ১২টায় ফিতাকেটে শাখার উদ্বোধন করা হয়।