বিএসএফ এর বিদায়ী উষ্ণ সংবর্ধনায় অভিসিক্ত হলেন ঠাকুরগাঁও ৫০বিজিবি অধিনায়ক
প্রকাশকালঃ ৯:৪৩ পূর্বাহ্ণ, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভালবাসা অতিক্রম করলো সীমানার কাঁটাতারের বেড়াজাল। বিএসএফ কমান্ডারের আয়োজনে বিদায়ী উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের জগদল বিওপির আওতাধীন সীমান্ত পিলার-৩৭৫ থেকে আনুমানিক ২ কিঃ মিঃ ভারতের অভ্যন্তরে কোকরাদহ বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এই অভাবনীয় আন্তর্জাতিক ফেয়ারওয়েল, “বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত” যার আনুষ্ঠানিক নামকরণ। ভারতীয় ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাকেশ সিনার আয়োজনে সাক্ষাতে বিজিবির পক্ষে ছিলেন বিদায়ী বিজিবি অধিনায়ক কর্নেল মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ৫০ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ এবং বিএসএফ এর পক্ষে কমান্ড্যান্ট রাকেশের নেতৃত্বে উপস্থিত ছিলেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এস এইচ এস হিঞ্জালাল সিমিত, পাঞ্জিপাড়া ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এসএইচ ইনেত রায় । উক্ত সাক্ষাতের মাধ্যমে অধিনায়ক কর্তৃক নবাগত অধিনায়ককে বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে পরিচয় করিয়ে দেন এবং বিএসএফ কমান্ড্যান্ট বিদায়ী অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। রাকেশ সিনা ও মোহাম্মদ হোসেন স্মরণ করলেন বাংলাদেশ সীমানায় গত এপ্রিলে অনুষ্ঠিত বিজিবি বিএসএফের মিলনমেলায় দুই বাহিনীর স্বপরিবার মিলিত হবার স্মৃতি, খবর নিলেন বাংলাদেশ ও ভারতীয় দুই কাউন্টার পাট্রির বিপরীত সীমানায় রোপণ করা গাছগুলো কেমন আছে।